প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, পরীক্ষার জন্য তোমাদের হাতে আর অল্প সময় আছে। এ সংক্ষিপ্ত সময়ে পূর্ণাঙ্গ প্রস্তুতির লক্ষ্যে আজ আমরা এসএসসি অর্থনীতি টেস্ট পেপার ২০২২ শেয়ার করছি। আজকের এই টেস্ট পেপারটি ২০২২ সালের পুনর্বিন্যাসকৃত সিলেবাসের আলোকে তৈরি করা হয়েছে। যেখানে তোমরা নৈর্বাচনিক বিষয়সমূহের ওপরে শেষ মুহূর্তের পরীক্ষা প্রস্তুতি খুব ভালোভাবেই নিতে পারবে।
এসএসসি অর্থনীতি টেস্ট পেপার ২০২২
১. শফিক একজন ধনী কৃষক। গত কয়েক বছর ধরে তার জমিতে আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণ করায় অধিক ফসল উৎপাদিত হয়। গত বছর রতন একটি ছোট তৈরি পোশাক কারখানা স্থাপন করে। সেখানে তার গ্রামের নারী শ্রমিকেরা কাজ করে। তার একমাত্র ছেলে রনীকে একটি
ভালো স্কুলে ভর্তি করেন।
ক. সেবা কাকে বলে?
খ. ঊচত স্থাপনের উদ্দেশ্য ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে বাংলাদেশের অর্থনীতির কয়টি খাতের উল্লেখ আছে? তার বিবরণ দাও।
ঘ. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে উক্ত খাতগুলোর আপেক্ষিক গুরুত্ব বিশ্লেষণ কর।
২. তানিয়াদের অর্থনীতির ক্লাসে শিক্ষক বললেন, অনেক দক্ষ শ্রমিক উপযুক্ত বেতন না পাওয়ায় বা মালিকদের সাথে বনিবনা না হওয়ায় চাকরি ছেড়ে দেয়। আর অনেক অদক্ষ শ্রমিক কম বেতনে হলেও
কাজেতে রাজি হয়। কারণ তাদের কর্মদক্ষতার গুণগত মান অনুন্নত।
ক. EPZ-এর পূর্ণরূপ কী?
খ. খাদ্য নিরাপত্তা কার্যক্রম ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের দক্ষ শ্রমিকদের বেকারত্বের ধারণাটি ব্যাখ্যা কর।
ঘ. উক্ত অদক্ষ শ্রমিকদের কর্মদক্ষতার গুণগত মান উন্নয়নের জন্য কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা যায় বলে তুমি মনে কর।
৩. নাহিন পড়াশুনা শেষ করে কর্মজীবন শুরু করতে চায়। তবে যোগ্যতা, মেধা ও কাজ করার ইচ্ছা থাকলেও সে কাজ পাচ্ছে না।
ক. মানব সম্পদ কী?
খ. বেকারত্ব বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।
গ. নাহিনের বর্তমান অবস্থার প্রকৃতি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের নাহিনের বর্তমান অবস্থা থেকে উত্তরণের উপায় সম্পর্কে তোমার মতামত দাও।
৪. সৈকত একটি মুদি দোকানের মালিক। সেখান থেকে যে সীমিত আয় হয় তা দিয়ে তার পরিবারের সব অভাব পূরণ করা যায় না।
ক. অর্থনীতির মৌলিক নীতি কয়টি?
খ. মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।
গ. সৈকত জীবনের প্রধান দুটি অর্থনৈতিক সমস্যা বর্ণনা কর।
ঘ. সীমিত আয়ের জন্য তাকে প্রধানত যেসব সমস্যার সম্মুখীন হতে হয় তা বিশ্লেষণ কর।
৫. সবুজ জীবিকার উদ্দেশ্যে একটি দেশে যায়। সেখানে একটি কারখানায় সে চাকরি করে। তার মালিকের কারখানা স্থাপনের জন্য সরকারের অনুমতির প্রয়োজন হয়নি। সে তার নিজস্ব ইচ্ছে, পছন্দ অনুযায়ী দ্রব্য ভোগ করতে পারে।
ক. মার্শালের-এর অর্থনীতের সংজ্ঞা দাও।
খ. মিশ্র অর্থব্যবস্থার ৩টি বৈশিষ্ট্য লেখ।
গ. দেশটিতে কোন ধরনের অর্থব্যবস্থা প্রচলিত? ব্যাখ্যা কর।
ঘ. সর্বোচ্চ মুনাফা অর্জন উক্ত অর্থব্যবস্থার মূল লক্ষ্য- বিশ্লেষণ কর।
এসএসসি ২০২২ অর্থনীতির সাজেশন অন্যান্য পর্ব