প্রিয় এসএসসি ২০২২ পরীক্ষার্থীরা, পরীক্ষার জন্য তোমাদের হাতে আর অল্প সময় আছে। এ সংক্ষিপ্ত সময়ে পূর্ণাঙ্গ প্রস্তুতির লক্ষ্যে আজ আমরা এসএসসি অর্থনীতি টেস্ট পেপার ২০২২ শেয়ার করছি। আজকের এই টেস্ট পেপারটি ২০২২ সালের পুনর্বিন্যাসকৃত সিলেবাসের আলোকে তৈরি করা হয়েছে। যেখানে তোমরা নৈর্বাচনিক বিষয়সমূহের ওপরে শেষ মুহূর্তের পরীক্ষা প্রস্তুতি খুব ভালোভাবেই নিতে পারবে।
এসএসসি ২০২০ অর্থনীতির সাজেশন
১. জনাব রহমত কুয়েতে কর্মরত বাংলাদেশি শ্রমিক এবং মি. জন বাংলাদেশে কর্মরত মার্কিন নাগরিক। তারা উভয়ই তাদের আয়ের একটি অংশ নিজ দেশে প্রেরণ করেন।
ক. ঘঘচ কী?
খ. NNP-এর যেকোনো দুটি নির্ধারকের বর্ণনা দাও।
গ. জনাব রহমত মিয়ার আয় কীভাবে বাংলাদেশের জাতীয় আয়ে সম্পৃক্ত হবে? ব্যাখ্যা কর।
ঘ. মি. জন ও মি রহমতের আয় বাংলাদেশের জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে কী প্রভাব বিস্তার করবে? বিশ্লেষণ কর।
২. রত্না কটি আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত। তার প্রতিষ্ঠান জনগণকে ঋণ দিতে পারে না, কিন্তু অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ঋণ পরিচালনার ক্ষেত্রে পরামর্শদাতা হিসেবে কাজ করে। অন্যদিকে তার বান্ধবীও অন্য একটি আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত। এটি জনগণের সঞ্চিত অর্থ জমা রাখে এবং এর বিপরীতে অতিরিক্ত অর্থ প্রদান করে।
ক. বিনিময় প্রথা কী?
খ. সঞ্চয়ের বাহন হিসেবে অর্থের কার্যাবলি বর্ণনা কর।
গ. রত্নার প্রতিষ্ঠানের প্রকৃতি ব্যাখ্যা কর।
ঘ. রত্নার প্রতিষ্ঠানের সাথে তার বান্ধবীর প্রতিষ্ঠানের পার্থক্য বিশেষণ কর।
৩. রহিম ও করিম দু জনেই বৈদ্যুতিক পাকা কিনতে একটি ইলেকট্রিক সামগ্রীর দোকানে গেল। রহিম লাল রঙের এবং করিম সাদা রঙের বৈদ্যুতিক পাখা কিনল। রহিম এক হাজার টাকার একটি নোটের মাধ্যমে তার পছন্দের পাখাটি কিনল। কিন্তু করিম তারপাখার মূল্য বাবদ এক হাজার টাকার প্রাইজবন্ড দিলে বিক্রেতা তা গ্রহন করতে রাজি হয়নি।
ক. অর্থ কী?
খ. দ্রব্য বিনিময় প্রথার প্রধান অসুবিধাটি ব্যাখ্যা কর।
গ. রহিমের প্রদত্ত অর্থ কোন ধরনের মুদ্রা ছিল/ তার শ্রেণিবিভাগ ব্যাখ্যা কর।
ঘ. করিম সমপরিমাণ অর্থ দিয়েও পচন্দের পাখাটি ক্রয়ে ব্যর্থ হওয়ার কারণ বিশ্লেষণ কর।
৪. জামান সাহেব পেশায় ব্যবসায়ী। তিনি তার ব্যবসার মাধ্যমে অর্জিত অর্থের কিছু অংশ ভোগব্যয়ের জন্য ব্যবহার করেন এবং বাকি আংশ সঞ্চয় করেন। তিনি তার সঞ্চিত অর্থ ব্যাংকে রাখার সিদ্ধান্ত নেন। তিনি বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে খোঁজখবর নেন। ব্যাংক সম্পর্কে খোঁজ নিয়ে জানতে পারলেন যে, তিনি এসব ব্যাংক থেকে প্রয়োজনে ঋণও নিতে পারবেন।
ক. ব্যাংক কী?
খ. ব্যাংককে ‘ঋণের কারবারি’ বলা হয় কেন?
গ. জামান সাহেব যে ধরনের ব্যাংকে হিসাব খুলতে আগ্রহী সে ব্যাংকের কার্যক্রম ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত ধারণা থেকে বিভিন্ন ধরনের ব্যাংকের তুলনামূলক বিশ্লেষণ কর।
৫. কৃষক রহিম পাট চাষাবাদের জন্য ট্রাক্টর, সার, কীটনাশক ব্যবহার বৃদ্ধি করার কারণে পাটের উৎপাদন বহুগণ বেড়েছে। অপরদিকে, করিম তার উৎপাদিত সার বাজারজাতকরণে পাস্টিে
কর ব্যাগের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহার করছে।
ক. শিল্প কাকে বলে?
খ. সেবা খাত বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. রহিমের কাজের খাতটিকে অর্থনীতির ভাষায় কী বলা যায়? ব্যাখ্যা কর।
ঘ. দৃশ্যকল্পে বর্ণিত রহিম ও করিমের খাত দুটি পারস্পরিক নির্ভরশীল। উত্তরের সপক্ষে যুক্তি দাও।
৬. প্রতিটি দেশ তার উন্নবয়নের জন্য পরিকল্পনা গ্রহণ করেন। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য বিভিন্ন খাত বরাদ্দ দেন। বাংলাদেশের মাননীয় অর্থমন্ত্রী দেশের সম্ভাব্য আয় ব্যয়ের খাতগুলো সুন্দরভাবে উপস্থাপন করেন। প্রস্তাবিত বাজেটে ৮০ হাজার কোটি টাকা ঘাটতি বাজেটসহ সুশাসন, কৃষি ভর্তুকি দ্বিগুণ, দারিদ্র্য বিমোচন ও আত্মনির্ভরশীলতার ওপর গুরুত্ব দিয়ে এ বাজেট পেশ করা হয়। একজন বিখ্যাত অর্থনীতিবিদ তার গবেষণায় দেখতে পায় আয়-ব্যয়ের অসংগতি ও অদূরদর্শিতাই উন্নয়নের অন্তরায়।
ক. বাজেট কী?
খ. সুষম বাজেট সম্পর্কে ধারণা ব্যক্ত কর।
গ. দারিদ্র্য বিমোচনে কৃষি ভর্তুকি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের দেশটির উন্নয়নে সুষম ও ঘাটতি বাজেটের কোনটি বেশি কার্যকর? মতামত দাও।