About Us

 

Economics Bangla Logo

আপনাকে Economics Bangla ব্লগে স্বাগতম জানাচ্ছি।

এই ব্লগটি শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে যারা অর্থনীতি সম্পর্কে জানতে চান। এই ব্লগের প্রতিটি পোস্ট একজন অর্থনীতির ছাত্র হিসাবে নিজের জানা বিষয় হতে তুলে ধরা। পাশাপাশি এসএসসি ও এইচএসসি সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষা প্রস্তুতি ও জব নিউজ পাবেন এই ওয়েবসাইটে। ব্লগের কোন কনটেন্টে কোনরুপ ভুলক্রটি পরিলক্ষিত হলে সেটি জানানোর জন্য অনুরোধ করছি। আশা করছি সবার জন্য একটি গুরুত্বপূর্ণ ব্লগ হিসাবে এই ব্লগ সাইটটি ভূমিকা রাখতে পারবে।


শুভেচ্ছান্তে,

Admin Photo

মোহাম্মদ মাইনুল হাছান

স্বত্বাধিকারী, Promote Bangladesh

কনটেন্ট রাইটার, তথ্যযোগ ও Economics Bangla