এসএসসি ২০২২ অর্থনীতি সাজেশন - ৩য় পর্ব

এসএসসি ২০২২ অর্থনীতি সাজেশন - ২য় পর্ব প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, পরীক্ষার জন্য তোমাদের হাতে আর অল্প সময় আছে। এ সংক্ষিপ্ত সময়ে পূর্ণাঙ্গ প্রস্তুতির লক্ষ্যে আজ আমরা এসএসসি অর্থনীতি টেস্ট পেপার ২০২২ শেয়ার করছি। আজকের এই টেস্ট পেপারটি ২০২২ সালের পুনর্বিন্যাসকৃত সিলেবাসের আলোকে তৈরি করা হয়েছে। যেখানে তোমরা নৈর্বাচনিক বিষয়সমূহের ওপরে শেষ মুহূর্তের পরীক্ষা প্রস্তুতি খুব ভালোভাবেই নিতে পারবে।
এসএসসি অর্থনীতি টেস্ট পেপার ২০২২

১. কাশেম একজন কাঠমিস্ত্রি। কিছু যন্ত্রপাতি ব্যবহার করে নানা ধরনের খেলনা বানান। বেশি লাভের আশায় অনেক সময় তিনি তার উৎপাদিত সামগ্রী শহরে নিয়ে বিক্রি করেন। তাছাড়া তিনি মৌসুমে ধান ক্রয় করে পরবর্তীতে বেশি দামে বিক্রি করেন।

ক. উৎপাদন অর্থ কী?
খ. একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রকাশ্য ও অপ্রকাশ্য ব্যয় বলতে কী বোঝায়?
গ. কাশেম কয় ধরনের উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত তা চিহ্নিত কর।
ঘ. তাঁর ব্যবহৃত উৎপাদনের বিভিনড়ব উপকরণগুলোর বিবরণ দাও।

২. সিদ্দিক সাহেব রাস্তার পাশের বাজার থেকে মাছ, মুরগি নিয়ে ৮টার সময় বাসায় আসেন মিসেস সিদ্দিক সবজি আনতে বলতে তিনি বলেন, এখন তো আর পাওয়া যায় না।

ক. ফার্ম কী?
খ. বাজার সম্পর্কে কুর্নটের মতামত উল্লেখ কর।
গ. জনাব সিদ্দিক কোন ধরনের বাজার থেকে মাছ, মুরগি ক্রয় করেন? তার স্বরূপ ব্যাখ্যা কর।
ঘ. সিদ্দিক সাহেবের বাজারের সাথে সম্পৃক্ত অন্য বাজারগুলোর বৈশিষ্ট্য বিশ্লেষণ কর।

৩. সুজন তার নানার বাড়ি বেড়াতে যায়। তার নানা পুকুরে মাছ চাষ করে। সুজন তার নানার বাড়ির পাশে প্রচুর গাছপালা ও জীবজন্তু দেখতে পায়। সে জানতে পারে এটি একটি বিশেষ ধরনের অঞ্চল।

ক. সিসিএ-এর পূর্ণ লেখ?
খ. মোট দেশজ উৎপাদন বলতে কী বোঝায়?
গ. সুজন তার নানার বাড়ির পাশে যে অঞ্চলটি দেখতে পায় সেটি অর্থনীতির কোন খাতের অন্তর্ভুক্ত তা ব্যাখ্যা কর।
ঘ. সুজনের নানার মাছের চাষ অর্থনীতিতে কি অবদান রাখে তা বিশ্লেষণ কর।

৪. জনাব রহমান পাটজাত দ্রব্য উৎপাদনের একটি কারখানা স্থাপনের জন্য নির্দিষ্ট ব্যাংক থেকে ঋণ নেয়। এ ঋণ তাকে ২০ বছরের মধ্যে পরিশোধ করতে হবে। এ ধরনের উদ্যোগে স্বনির্ভরতা অর্জনের পাশাপাশি প্রচুর কর্মসংস্থানের ব্যবস্থা সম্ভব হয়।

ক. বিহিত মুদ্রা কাকে বলে?
খ. অর্থকে বিনিময়ের সবচেয়ে সহজ ও সুবিধাজনক মাধ্যম বলার কারণ কী?
গ. জনাব রহমান-এর ঋণ গ্রহণকারী ব্যাংকটি সম্পর্কে আলোচনা কর।
ঘ. দেশের দারিদ্র্য বিমোচন এ ধরনের অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের কার্যকারিতা বিশ্লেষণ কর।

৫. ‘করিম’ বাঁশ ও বেত দিয়ে ঝুড়ি, মোড়া, মাদুরসহ নানা হস্ত শিল্পজাত দ্রব্য তৈরি করে। এ কাজে তার পরিবারের সদস্যরা সহযোগিতা করে। তার তৈরি দ্রব্যের চাহিদা দেশ বিদেশে ব্যাপক রয়েছে।

ক. উপকরণ বরতে কি বুঝায়?
খ. আমাদের বেশিরভাগ শিল্প কৃষি নির্ভর কেন? ব্যাখ্যা কর।
গ. ‘করিম’-এর শিল্পটি কোন ধরণের ব্যখ্যা কর।
ঘ. ‘করিম’ আত্মকর্মসংস্থানের পাশাপাশি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে-বিশ্লেষণ কর।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন