এসএসসি ২০২২ অর্থনীতি সাজেশন - ১ম পর্ব

প্রিয় এসএসসি ২০২২ পরীক্ষার্থীরা, পরীক্ষার জন্য তোমাদের হাতে আর অল্প সময় আছে। এ সংক্ষিপ্ত সময়ে পূর্ণাঙ্গ প্রস্তুতির লক্ষ্যে আজ আমরা এসএসসি অর্থনীতি টেস্ট পেপার ২০২২ শেয়ার করছি। আজকের এই টেস্ট পেপারটি ২০২২ সালের পুনর্বিন্যাসকৃত সিলেবাসের আলোকে তৈরি করা হয়েছে। যেখানে তোমরা নৈর্বাচনিক বিষয়সমূহের ওপরে শেষ মুহূর্তের পরীক্ষা প্রস্তুতি খুব ভালোভাবেই নিতে পারবে।

এসএসসি অর্থনীতি টেস্ট পেপার ২০২২

১. গণি মিয়া একজন কৃষক। তার এককণ্ড জমি রয়েছে। তিনি তার জমিতে গম অথবা আলু চাষ করতে পারেন। কিন্তু একই সাথে গম ও আলু চাষ করতে পারেন না। ফলে তাকে কোনো একটি শস্য উৎপাদন ত্যাগ করতে হয়।

ক. অর্থনীতির মৌলিক সমস্যা কয়টি?
খ. অভাব নির্বাচন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে উলিখিত গণি মিয়ার সমস্যাটি অর্থনীতির ভাষায় ব্যাখ্যা কর।
ঘ. কৃষক গণি মিয়ার সমস্যা সমাধানের উপায় তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশেষণ কর।

২. ফারহানা হক একজন নার্স। সে শহরের একটি হাসপাতালে শিশু ওয়ার্ডে কাজ করে। সে সারাদিন শিশুদের সানিড়বধ্যে সময় কাটায়। দিনের শেষে সে যখন বাড়ি ফিরে আসে তখন তার দুই মেয়ে রিনা ও বিনাকেও সে লালন-পালন ও দেখাশোনা করে।

ক. সম্পদ কাকে বলে?
খ. শক্তি সম্পদ বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে বর্ণিত ফারহানা হকের পেশাটি কি অর্থনৈতিক কাজ? ব্যাখ্যা কর।
ঘ. ফারহানা হকের সন্তানের দেখাশোনা করা এবং হাসপাতালের শিশুদের দেখাশোনা করার মাঝে কোনো সার্থক আছে কি? তোমার মতামত দাও।

৩. সাদেক আলী তার জমিতে উৎপাদন বড়ানোর জন্য শ্রমিকের পাশাপাশি তার সন্তানদেরকেও নিয়োজিত করেন এবং মূলধন সরবরাহ করেন। প্রথমদিকে আশানুরূপ উৎপাদন বাড়লেও পরে উপকরণ খরচের তুলনায় উৎপাদন বাড়ে কম পরিমাণে। তিনি হতাশ হয়ে কৃষি অফিসে যোগাযোগ করলে তার উনড়বত বীজ ও সার ব্যবহারের পরামর্শ দেন।

ক. মানুষ কতৃক উৎপাদিত একমাত্র উৎপাদনের উপকরণ কোনটি?
খ. অর্থনীতিতে ভূমি বলতে কী বোঝায়?
গ. সাদেক আলীর জমিতে যে বিধিটি কার্যকর তা বিশেষণ কর।
ঘ. বিধিটি কার্যকর থাকা সত্ত্বেও কী ব্যবস্থা নিলে উৎপাদন বাড়বে বলে তুমি মনে কর? বিশেষণ কর।

৪. শান্তা গহনা কেনার জন্য ‘অঙ্গসাজ’ জুয়েলার্সে গেল। ডিজাইন পছন্দ না হওয়ায় সে পাশের দোকানগুলোতেও অলঙ্কার খোঁজ করছিল। শান্তা লক্ষ করে যে, প্রতিটি দোকানই একই দাম এবং স্বর্ণ দোকানের সংখ্যাও অনেক।

ক. অর্থনীতিতে বাজার কী?
খ. উপকরণ বাজার বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের বাজারটি সম্পর্কে ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর ক্রেতার জন্য উদ্দীপকের বাজারটি উত্তম? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

৫. ঘটনা-১ : আসাদ ১২ বছর যাবৎ ওমানে বেসরকারি ফার্মে কাজ করছে। সে প্রতি মাসে তার আয়ের সিংহভাগ দেশে প্রেরণ করে।

ঘটনা-২ : রাম পাল শর্মা ভারতের নাগরিক। তিনি বাংলাদেশের একটি কনসালটিং ফার্মে ৫ বছর যাবৎ কর্মরত। প্রতিমাসে তিনিও তার দেশে টাকা পাঠান।

ক. GDP কী?
খ. মোট জাতীয় আয় ও নিট জাতীয় আয়ের মধ্যে পার্থক্য কী?
গ. আসাদের অর্থ প্রেরণ এদেশের জাতীয় আয় পরিমাপে কীভাবে সম্পৃক্ত হয়, ব্যাখ্যা কর।
ঘ. রামপাল শর্মার আয় কি বাংলাদেশের জাতীয় আয়কে প্রভাবিত করবে? তোমার মতামত দাও।

এসএসসি ২০২২ অর্থনীতির সাজেশন অন্যান্য পর্ব

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন