আজ আপনাদের সাথে আলোচনা করবো অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়ন এই দুই বিষয়ের উপর।
পাঠ থেকে যা শিখবেন, তা হলোঃ
♦ অর্থনৈতিক প্রবৃদ্ধির সংজ্ঞা লিখ?
♦ অর্থনৈতিক উন্নয়নের সংজ্ঞা লিখ?
♦ অর্থনৈতিক প্রবৃদ্ধির উপাদানসমূহ ব্যাখ্যা কর।
♦ অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্তসমূহ ব্যাখ্যা কর।
♦ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বাধাসমূহ দূরীকরণের উপায় সম্পর্কে আলোচনা কর।
চলুন উত্তর গুলো শুরু করা যাক....
অনেক অর্থনীতিবিদ প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়ন এই দু’টি শব্দকে একই অর্থে ব্যবহার করেন। কিন্তু প্রকৃতপক্ষে ধারণা দু’টি এক নয়। অর্থনীতিতে প্রবৃদ্ধি ও উন্নয়ন ভিন্ন ভিন্ন অর্থ নির্দেশ করে। অর্থনৈতিক উন্নয়ন শব্দটি অনেক ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। পক্ষান্তরে
অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্থনৈতিক উন্নয়নেরই একটি অংশ। সাধারণভাবে, অর্থনৈতিক উন্নয়ন অনুন্নত দেশের জন্য ব্যবহৃত হয় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যবহৃত হয় উন্নত দেশের জন্য। কারণ, অনুসৃত দেশের যে কোন ধরনের উন্নয়নকেই অর্থনৈতিক উন্নয়ন বলা চলে। কিন্তু উন্নত
দেশের সকল খাতই উন্নত অবস্থায় বিরাজমান। তাই বিভিন্নখাতের উন্নয়ন সেখানে উন্নয়নস্বরূপ বিবেচিত না হয়ে প্রবৃদ্ধিরূপে বিবেচিত হয়।
এবার আমরা অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধি সম্পর্কে বিভিন্ন অর্থনীতিবিদদের দেয়া সংজ্ঞাগুলো দেখি −
১. এ মডিসন এর মতে, “উন্নত দেশগুলোতে মানুষের আয়সীমা বৃদ্ধি পেলে তাকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে এবং অনুন্নত দেশে তাকে অর্থনৈতিক উন্নয়ন বলা হয়।” A. Maddison − Economic Progress and Policy in Developing Countries.
২. কিন্ডলবার্গার এর মতে, “অর্থনৈতিক প্রবৃদ্ধি হল অধিক উৎপাদন এবং অর্থনৈতিক উন্নয়ন অধিক উৎপাদন এবং যে সব কারিগরী কৌশল ও প্রতিষ্ঠানের মাধ্যমে এ উৎপাদন বিতরণ ও সম্পাদিত হয় তাদের পরিবর্তন উভয়কেই বুঝায়।” C. P. Kindleberger − Economic Development.
৩. ফ্রিজম জন ফ্রিডম্যান বলেন, “সামাজিক ব্যবস্থাকে কোন কাঠামোগত পরিবর্তন না করে এক বা একাধিক মাত্রায় প্রসার ঘটানোকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে। আবার অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে সামাজিক ব্যবস্থার নতুন কোন কাঠামোগত পরিবর্তন আনা।”− John
Friedmann − Growth Centres in Regional Economic Development. উপরের আলোচনার প্রেক্ষিতে আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নকে নিম্মোক্তভাবে সংজ্ঞায়িত করতে পারি।
অর্থনৈতিক প্রবৃদ্ধি এমন একটি প্রক্রিয়া যার দ্বারা দেশের জাতীয় আয়, মাথাপিছু আয় ইত্যাদির বাৎসরিক বৃদ্ধি বোঝায়।
অন্যদিকে, অর্থনৈতিক উন্নয়ন বলতে দেশের জাতীয় আয়, মাথাপিছু আয়, উৎপাদন ক্ষমতা ও জীবনযাত্রার মানের ক্রমোন্নতির এক দীর্ঘকালীন প্রক্রিয়াকে বুঝায়। অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়ায় দেশের সামগ্রিক অর্থনৈতিক কাঠামো পরিবর্তিত হয় এবং সমাজে নতুনতর গতিবেগ সৃষ্টি হয়। উন্নয়ন শুধুমাত্র উৎপাদনের পরিমাণবাচক পরিবর্তনই আনয়ন করেনা, সাথে সাথে গুণবাচক পরিবর্তনও আনয়ন করে। উন্নয়ন প্রবৃদ্ধি এবং হ্রাস দু’টোকেই ধারণ করে। একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হলেও তাতে অর্থনৈতিক উন্নয়ন না হতে পারে কারণ দারিদ্র্য, বেকারত্ব, অসম বন্টন ইত্যাদি কারিগরী ও কাঠামোগত পরিবর্তনের অনুপস্থিতির কারণে দেশ আগের অবস্থানেই থাকতে পারে। কিন্তু
অর্থনৈতিক প্রবৃদ্ধি ছাড়া অর্থনৈতিক উন্নয়ন কল্পনা করা অসম্ভব। অতএব, এ আলোচনা থেকে আমরা বলতে পারি যে, অর্থনৈতিক প্রবৃদ্ধি হল অর্থনৈতিক উন্নয়নেরই একটি অংশ।
আরও পড়ুন....
১. অর্থনৈতিক প্রবৃদ্ধির উপাদানসমূহ ব্যাখ্যা কর।
২. অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্তসমূহ ব্যাখ্যা কর।
৩. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বাধাসমূহ দূরীকরণের উপায় সম্পর্কে আলোচনা কর।
Tags
মৌলিক অর্থনীতি
